• ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে শাবান, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ১৪ শিশু অপরাধী পেল সংশোধনের সুযোগ

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২০
সুনামগঞ্জে ১৪ শিশু অপরাধী পেল সংশোধনের সুযোগ

একুশে নিউজ প্রতিবেদক:: সুনামগঞ্জে শিশু অপরাধের ১০ মামলার রায়ে ১৪ শিশু অপরাধীকে সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

১০ মামলায় ১৪ জন শিশু অপরাধীকে সংশোধনের জন্য বন্ডের মাধ্যমে তাদের অভিভাবকদের জিম্মায় দেন তিনি। এসব শিশুকে আটটি শর্ত মেনে চলতে হবে।

আর তাদের সব কাজ তদারকি করবেন সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান।