একুশেনিউজ ডেস্ক: সিলেটে বন্দর বাজার ফাঁড়িতে পুলিশের হেফাজতে নির্মমভাবে নিহত রায়হান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে এই দাবি জানিয়ে আবু জাফর বলেন, বন্দর বাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে রায়হান হত্যার ৫দিন অতিবাহিত হতে চললেও এখন পর্যন্ত অভিযুক্ত কোন পুলিশ সদস্যদের গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, রায়হান হত্যার পর থেকেই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর লাপত্তা হওয়া, কোন অভিযুক্ত পুলিশ সদস্যদের এখন পর্যন্ত গ্রেফতার না করা, ইত্যাদি কারণে জনমানসে সন্দেহের উদ্রেক হচ্ছে মামলার সুষ্টু তদন্ত নিয়ে।
বিবৃতিতে আবু জাফর বলেন, পুলিশি নির্যাতনে রায়হান হত্যার দায় সরকার এড়াতে পারে না। দীর্ঘদিন থেকে বিনাবিচারে মানুষ হত্যার যে সংস্কৃতি চলে আসছে তারই ধারাবাহিকতায় রায়হান হত্যা। রায়হান হত্যার পর বিভিন্ন রাজনৈতিক, নাগরিকবৃন্দ, ছাত্র, সামাজিক,পেশাজীবী সংগঠন সিলেট সহ সারাদেশে প্রতিবাদ অব্যাহত রেখেছেন। রায়হান হত্যার সুষ্টু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দেলন অব্যাহত রাখার জন্য জনগনের প্রতি আহ্বান জানান তিনি।
জন আকাঙ্খার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকার কে অবিলম্বে রায়হান হত্যারকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চির করার দাবি জানানো হয় বিবৃতিতে।
একুশেনেট/শামীম
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302