• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

রায়হানের লাশ ওসমানী হাসপাতাল মর্গে নেয়া হয়েছে

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
রায়হানের লাশ ওসমানী হাসপাতাল মর্গে নেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘নির্যাতনে’র নিহত রায়হান আহমদের মরদেহ পুনরায় ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে ওসমানী হাসপাতাল মর্গে নেওয়া হয়।
এর আগে সকাল ৯ টায় আখালিয়ার নবাবি মসজিদ কবরস্থানে আসে পিবিআই। সকাল সাড়ে ১০টার দিকে কবর থেকে লাশ উত্তোলন কাজ শুরু করা হয়। পরে সুরতহাল রির্পোট তৈরী করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবাউর রহমানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা মাইদুল ইসলাম ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি তদন্ত টিম উপস্থিত ছিলেন।

পুলিশের আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার আদালত রায়হানের পুন:ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ তোলার নির্দেশ দেন ।