একুশে নিউজ ডেস্ক:: গত ১১ অক্টোবর রবিবার ভোর রাতে রায়হান আহমদ নামে নগরীর আখালিয়া এলাকার এক যুবক পুলিশী নির্যাতনে নিহত হয় ।
আজ বৃহস্পতিবার রায়হান হত্যায় জড়িত প্রকৃত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের নেতৃত্বে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয় ।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশের ভুমিকা অপরিসীম। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক পুলিশ হিসেবে নিজেদের নাম সুপ্রতিষ্ঠিত করেছে । অতি সম্প্রতি এম.সি কলেজ ছাত্রাবাসে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেফতার পুলিশ তার পেশাদারিত্ব প্রমান করেছে।
রায়হান হত্যার প্রকৃত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তিনি আরো বলেন, অভিযুক্ত বন্দর বাজার ফাঁড়ির বরখাস্তকৃত এস.আই আকবর সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ কে প্রমান করতে হবে অপরাধী যেও হউক না কেন কেউ আইনের উর্ধ্বে নয় ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য সুবেদুর রহমান মুন্না, আব্দুর রব সায়েম,আমিনুল ইসলাম সোহেল, সুমন বাছিত, তারেক আহমদ, হোসেন আহমেদ, দেওয়ান মুরাদ হাসান, উজ্জ্বল আহমদ, সুলতান মাহমুদ সাজু, শাহান আহমদ, শাজাহান আহমদ, আজাদুর রহমান চঞ্চল,শেখ সোলেমান আহমদ, আবিদুর রহমান শিপলু, মঞ্জুর আহমদ, রঞ্জন দে, জাকির আহমেদ, তজুমুল হোসেন, কবির আহমদ, শিপলু আহমদ, বাবুল আহমেদ সোহেল, আব্দুল আজাদ সেনাজ, আরিফ আহমদ, মুর্শেদ পাঠান , রাফিউল করিম মাসুম, মিজান পারভেজ, জাহিদ হাসান, নুরুজ্জামান, মনি সিং, আল আমিন আরিয়ান, সাদেকুর রহমান চৌধুরী,এম.এস রুবেল, এম.রায়হান আহমদ, সোহাগ রাজ, ইউসুফ আলী, রায়হান আহমদ, ফাহিম আহমদ, আফনান আসাদ, মো: হেলাল মিয়া, সুলতান আহমদ সহ প্রমুখ ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302