নিজস্ব প্রতিবেদক:: সিলেটে বিচারিক আদালতে বিচারাধীন ২১টি মামলার আলামত সংরক্ষণ করে অবশিষ্ট আলামত ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টায় জেলা প্রশাসক চত্বরে মহানগর হাকিম মো. সাইফুর রহমান, এসএমপির সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী, সিলেট কোর্ট পুলিশ পরিদর্শক মো. বাচা মিয়া, কোর্ট পুলিশ পরিদর্শক মো. আতিকুর রহমান, কোর্ট পুলিশ পরিদর্শক মো. আবুল হাশেম, কোর্ট সিএসআই মো. আইয়ুব আলীসহ কোর্ট মালখানায় কর্মরত অফিসার ফোর্সের উপস্থিতিতে এ সকল আলামত ধ্বংস করা হয়।
ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলো হলো- ২৪ বোতল ফেনসিডিল, ৫০ বোতল ভারতীয় মদ, ১৮ প্যাকেট হেরোইন, ২৭৪০ পিস ইয়াবা, ৮৯ লিটার চোলাই মদ, ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ১ লক্ষ ৯৯ হাজার ৮০০ শলাকা জেট সিগারেট, ১৪ লক্ষ ২০ হাজার শলাকা ভারতীয় বিড়ি, নষ্ট হরলিক্স ১২৩টি, নকল হজমী ট্যাবলেট/নকল তেতুল ট্যাবলেট ৩৯৬ পাতা ও নকল খাবার স্যালাইন ২৯৬টি।
একুশেনেট/শামীম
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302