নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত রায়হানের লাশ ফের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। এদিকে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পরিবার ও এলাকাবাসী।
গত রোববার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহতের ঘটনায় এসআই আকবরসহ দোষীদের গ্রেফতারের আলটিমেটামের ৭২ ঘণ্টা শেষে নতুন করে কর্মসূচি দেয়ার আগে স্মারকলিপি প্রদান করে জেলা প্রশাসকের কাছে। এ সময় রায়হানে শিশুসহ রায়হানের মা, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, কয়েকজন কাউন্সিলর এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, এখন পর্যন্ত পুলিশের, কমিশনারসহ যারা আছেন, তারা কেউ তাদের দেখতে আসেননি।
স্থানীয় কাউন্সিলর মোখলেসুর রহমান কামরান বলেন, ৭২ ঘণ্টার ভেতরে আসামিকে গ্রেফতার করা না হলে সিলেট-সুনামগঞ্জ রাস্তা বন্ধ করে দেয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে রায়হানের বাড়ির কাছে নবাবী মসজিদ গোরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। পরে সুরতহাল শেষে লাশ ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এদিকে পিবিআইর পুলিশ সুপার জানান, মামলার এজাহারে অজ্ঞাত ব্যক্তিদের মধ্য যারা দায়ী তাদের আইনের আওতা আনা হবে।
পুলিশ সুপার মো. খালেদুজ্জামান বলেন, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে লাশের সুরতাহাল হয়েছে। হাসপাতালে লাশ পাঠানো হয়েছে সেখানে পোস্টমর্টেম করা হবে।
১১ অক্টোবর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যায় রায়হান নামের এক যুবক।