• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্র জনতা ও সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
ছাত্র জনতা ও সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন

একুশেনিউজ ডেস্ক:: সারাদেশে ধর্ষণ, হত্যা, খুন, অন্যায় অত্যচারের বিরুদ্ধে ও এমসি কলেজে ধর্ষণকারীদের ও রায়হান হত্যাকারীদর ফাসির দাবিতে ছাত্র জনতা ও সচেতন নাগরিকবৃন্দের উদ্যোগে শুক্রবার বিকেলে নগরীর বন্দরবাজারে মানববন্ধন পালন করা হয়।

সম্রাট আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ তরফদার, জয়নাল আবেদীন, এস টি লাহিন, জায়েদ আহমেদ, সৈয়দ নাঈম।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাহাঙ্গীর আহমেদ, ফখরুল আহমেদ, সমর আহমেদ, সাব্বির আহমেদ, আবুল হাসনাত, নাহিদ আহমেদ, মাহুমদ পাপলু, শামিম আহমেদ, মুকিত আহমেদ, জসিম আহমেদ, মুকিত খান, রুবেল আহমেদ, সাকিব আহমেদ, শিব্বির আহমদ রুহান আহমদ, শিফাত আহমেদ, নজলু আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে বর্বরোচিত পুলিশি নির্যাতনে নগরীর আখালিয়ার যুবক রায়হান হত্যায় জাড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। জনগণের সেবক পুলিশ বাহিনী মানুষের নিরাপত্তা না দিয়ে হত্যার মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়া একটি রাষ্ট্রের জন্য হতাশার ও উদ্বেগের।এই নৃশংস পুলিশি হত্যাকান্ড কোনভাবেই সহ্য করা যায় না। বক্তারা অবিলম্বে- এমসি কলেজে ধর্ষণকারীদের ফাঁসির দাবি জানান।

 

একুশেনেট/শামীম