• ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমা উপজেলার ছনু পাড়া গ্রামে যুবদল নেতা জাহেদ এর বাড়িতে পুলিশের তল্লাশি

admin
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২০
দক্ষিণ সুরমা উপজেলার ছনু পাড়া গ্রামে যুবদল নেতা জাহেদ এর বাড়িতে পুলিশের তল্লাশি

দক্ষিণ সুরমা প্রতিনিধি:: দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদের বাড়িতে তল্লাশি চালিয়েছে দক্ষিণ সুরমা থানার পুলিশ।

১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১২ ঘটিকার সময় তাহার বাড়িতে অভিযান চালায় একদল পুলিশ। প্রায় ঘন্টাব্যাপী তল্লাশি করে ঘর হতে বাহির হয়ে যায় পুলিশ।

তল্লাশির বিষয়টি নিশ্চিত করেন জাহেদ আহমদ’র বোন কুসুম বেগম, তিনি বলেন আমার ভাই জাহেদ আহমদ মিথ্যা মামলার ষড়যন্ত্রের শিকার হয়ে পলাতক আছেন। আমরা প্রতিনিয়ত আওয়ামীলীগ ও পুলিশের হয়রানির শিকার হইতেছি। তল্লাশির বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসির সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন যুবদল এই নেতা বরইকান্দি গ্রামের মাসুক মিয়া ও বাবুল আহমদ হত্যা মামলার অন্যতম আসামী। তিনি হত্যা মামলা সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। উল্লেখযোগ্য, যুবদল নেতা জাহেদ আহমদ হত্যা মামলা সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী হয়ে দেশ পলাতক আছেন।