• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

মেয়র আরিফ হাসপাতালে ভর্তি

admin
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২০
মেয়র আরিফ হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক :: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হঠাৎ করে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়ছে।

জানা যায়, শনিবার (১৬ অক্টোবর) সকালে জিন্দাবাজার ও চৌহাট্টা, আম্বরখানা এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ উপস্থিত থেকে তদারকি করছিলেন । এসময় বাইরে নাস্তা করেন। পরে তার বুকে ব্যাথা অনুভব করলে তাকে সাড়ে ৯টায় তাকে নূরজাহান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

তিনি জানান, হাসপাতালে নেয়ার পর তার ইসিজি ও ইকোসহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রয়েছেন।

একুশেনেট/শামীম