একুশে নিউজ প্রতিবেদক :: সিলেট নগরের উপশহরের পশ্চিম তেররন এলাকা থেকে ২০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব-৯। শনিবার দিবাগত রাত ১টার তাদেরকে গ্রেফতার করা হয়েছে । এসময় তাদের কাছে থেকে ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও এএসপি আফসান-আল-আলম নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আরজু আহম্মেদ, রুবেল আহম্মেদ, শুকন মিয়া, সাজু তালুকদার, ফারুক আহম্মেদ, হাদিস মিয়া, কাউছার মিয়া, আবু সাঈদ, সেলিম মিয়া, শরীফ মিয়া, রায়হান আহম্মেদ, রুবেল আহম্মেদ, জামাল হোসেন, আসাদ মিয়া, তফসিরুল, লিয়াকত আলী, খোকন মিয়া, কফিল উদ্দিন, আল আমিন, সাদ্দাম হোসেনদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯এর মিডিয়া অফিসার ওবাইন। তিনি জানান, র্যাব বাদী হয়ে শাহপরাণ থানা জুয়া আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।