• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে একদিনে করোনাক্ত ৭, সুস্থ ৪২

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২০
সিলেটে একদিনে করোনাক্ত ৭, সুস্থ ৪২

একুশে নিউজ প্রতিবেদক :: সিলেটে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৬ ও সুনামগঞ্জের ১ জন।

জানা গেছে, আজ রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩১৮৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭২৫৯, সুনামগঞ্জে ২৩৭৯, হবিগঞ্জে ১৭৮৭ ও মৌলভীবাজার জেলায় ১৭৬০ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই ৪২ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১৫৭২ জন। এর মধ্যে সিলেটে ৬১৬৬, সুনামগঞ্জে ২২৭৫, হবিগঞ্জে ১৫০৩ ও মৌলভীবাজারে ১৬২৮ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৬২ জন। এর মধ্যে সিলেটে ৫৬, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ১ জন।

সিলেট বিভাগে করোনাভাইরাসে গতকাল মারা যাননি কেউ। তাই বিভাগে মোট মৃতের সংখ্যা আগের মতোই ২২৫। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২১ জন।