• ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আকবরকে ধরিয়ে দিতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষনা

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০
আকবরকে ধরিয়ে দিতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষনা

নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদের হত্যাকারী এসআই আকবর হোসেন ভূইয়াকে ধরতে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেছেন এক প্রবাসী।

আজ সোমবার অনলাইন টিভি ‘সিলেটী টিভি’র লাইভ প্রোগ্রামে এসে এ ঘোষনা দেন আমেরিকা প্রবাসী সামাদ খান। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটী টিভির চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সুজন আহমদ।

তিনি বলেন, রায়হান হত্যার প্রধান আসামী আকবর ভূইয়াকে আগামী ৭২ ঘন্টার মধ্যে যদি কেউ ধরিয়ে দিতে পারেন তাহলে তাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রশাসন যদি গ্রেফতার করে তাহলে প্রশাসনের সাহসী সৈনিককেও পুরস্কার দেওয়া হবে।

ঘোষণা প্রদানকারী যুক্তরাষ্ট্র প্রবাসী সামাদ খান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন থেকে আমেরিকায় বসবাস করে আসছেন।

একুশেনেট/শামীম