• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০
কোম্পানীগঞ্জে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কোম্পানীগঞ্জ সংবাদদাতা: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে নবম শ্রেণীর এক ছাত্রী (১৬) কে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) ওই ছাত্রীরা বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় এই মামলা মামলা দায়ের করেন। মামলা নং-১৯।

মাশরা সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ৮টায় বাড়ির উঠোন থেকে কলসি দিয়ে পানি আনতে যায় ওই ছাত্রী। এ সময় আগে থেকে উৎতপেতে থাকা একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সিরাজ আলী(৪০) কিশোরীর মুখ চেপে ধরে পাশের ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল বলেন, শিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আমরা আসামিকে ধরতে অভিযান অব্যহত রেখেছি।