• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে নিসচা সিলেট মহানগরের শোক

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২০
সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে নিসচা সিলেট মহানগরের শোক

একুশেনিউজ ডেস্ক: সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক নিসচা সিলেট জেলা শাখার সাবেক উপদেষ্টা আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিসচা সিলেট মহানগর নেতৃবৃন্দ।

সোমবার এক বার্তায় শোক প্রকাশ করেন নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, সিলেট মহানগরের সভাপতি এম ইকবাল হোসেন, সহ সভাপতি ইমানুর রশীদ চৌধুরী, কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সহ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তপাদার মুক্তার।

নেতৃবৃন্দ বলেন, নিসচার সিলেটে জন্মলগ্ন থেকে তিনি একজন পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। শুধু সাংবাদিকতাই নয়, আরো নানাভাবে সমাজের মানুষের জন্য কিছু করার আপ্রাণ চেষ্টা করে গেছেন। তার মৃত্যুতে সিলেটে সামাজিক ও সাংবাদিকতার জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি হল। নিসচার পক্ষ থেকে তার রূহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।

একুশেনেট/শামীম