একুশে নিউজ ডেস্ক:: শরৎকালের কাশফুল দেখলেই হিন্দু ধর্মাবলম্বীর মানে শারদীয় উৎসবের উঁকিদিয়ে ওঠে। ভোরের শিউলি যেন শিশিরকে সাথে নিয়ে মহা উৎসবের জানান দেয়। সেই থেকে শুরু হয়ে যায় পূজোকে সামনে নিয়ে আয়োজনের ব্যস্ততা।
সাহিত্য-সংস্কৃতি পাড়াও থেমে থাকেনা। তেমনি ২০২০ সালের দুর্গা পূজায় বাংলাদেশ টেলিভিশনের গীতিকার বিমল কর এর লিখায় গানে কণ্ঠ দেন সিলেটের উদীয়মান দু’শিল্পী বিমল চন্দ ও রুনা তালুকদার।
পলব ভট্টাচার্যের সুরে সুদীপ চক্রবর্তীর সংগীতে গানটি পরিচালনা করেন অরবিন্দু পাল। কোভিড-১৯ এর সামাজিক দূরত্বকে মাথায় রেখে সংগীত পিপাসুদের কাছে পৌঁছে দিতে ইউটিউবে সপ্তমীতে আসছে গানটি।
দুগ্গা ঠাকুর মা দুগ্গা ঠাকুর /শিউলি ফুল মাঝে / কাশ ফুলে বন সাজে/আশ্বিনের বাজনা বাজে/ঢাকের ঢাক বাজে/ধ্যাংকুড়াকুর-তাককুড় নাকুড়-ধ্যাংকড়াকুড়। গানটির ভিডিও ধারণ করা হয়েছে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন স্থানে। গানটি সকল শ্রোতাদের মনোমুগ্ধ করতে চেষ্টা করা হয়েছে। গানটি ভাললাগার বহিঃপ্রকাশই আগামী দিনের দিকে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগাবে।
একুশেনেট/শামীম