• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দূর্গাপূজায় দরিদ্রদের মধ্যে সিলেট বাসদ এর শাড়ি ও অর্থ বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০
দূর্গাপূজায় দরিদ্রদের মধ্যে সিলেট বাসদ এর শাড়ি ও অর্থ বিতরণ

একুশে নিউজ ডেস্ক:: করোনাকালীন সময়ে দূর্গা পূজা উপলক্ষ্যে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে দরিদ্রদের মধ্যে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বুধবার (২১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় দলীয় কার্যালয় থেকে পূজা উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করেন সিলেট জেলা বাসদ সমন্বয়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক, স্বপন দাস, নিপা মোধি, বিজয় মোধি, ময়না গোয়ালা প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষ আজ এক সংকটকালীন সময় অতিবাহিত করছে। একদিকে শ্রমিক ছাঁটাই হচ্ছে অন্যদিকে শ্রমিকের মজুরি কাটা হচ্ছে। প্রতিদিন বাড়ছে নিত্য পণ্যের দাম।এ অবস্থায় মানুষের জীবনের নাভিশ্বাস উঠছে। ঘরে-বাহিরে কোথাও মানুষের জীবনের নিরাপত্তা নেই। অবরুদ্ধ জীবনের পরিত্রানের লক্ষে মানুষকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।