নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারে পরিবার ও এলাকাবাসীর দেওয়া ৭২ ঘন্টার আল্টিমেটাম বুধবার দুপুরে শেষ হচ্ছে।
এরইমধ্যে ৭২ ঘন্টার আল্টিমেটামের সময় শেষ হওয়ার আগেই নতুন কর্মসূচি ঘোষণা করেছেন নেহারিপাড়ার বাসিন্দারা ও রায়হানের পরিবার।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এক বৈঠকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিন দিনের কর্মসূচিঃ- বৃহস্পতিবার (২২ অক্টোবর) পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ, পরদিন শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে রায়হানের জন্য দোয়া মাহফিল ও শনিবার বিকেল ৪ টায় এলাকাবাসির পক্ষ থেকে মদিনা মার্কেট পয়েন্টে মানববন্ধন।
বিষয়টি নিশ্চিত করেন রায়হানের আত্মীয় মো. শওকত হোসেন। তিনি বলেন, ৭২ ঘণ্টার আল্টিমেটামের শেষের পর কঠোর কর্মসূচির কথা থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আপাতত কর্মসূচি থেকে সরে আসা হয়েছে। তবে এরপরেও যদি প্রশাসন জড়িতদের গ্রেফতারে ব্যর্থ হয় তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে।
নতুন কর্মসূচী সফল করতে সিলেটের সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন শওকত হোসেন।
এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ জানান- রায়হান হত্যা জড়িতদের দ্রুত গ্রেফতার করতে সরকারের কঠোর নির্দেশ রয়েছে। জড়িতদের গ্রেফতারে আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয়। বিচার পাওয়ার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- সিসিকের ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মখলিসুর রহমান কামরান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, সাবেক কাউন্সিলর জগদীশ দাসসহ এলাকার বিশেষ ব্যক্তিবর্গ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302