• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটের ২৬ পুলিশ পরিদর্শককে বদলি

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০
সিলেটের ২৬ পুলিশ পরিদর্শককে বদলি

নিজস্ব প্রতিবেদক:: সিলেট জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশের ২৬ কর্মকর্তাকে উপ-পরিদর্শক (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত ২৬ পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর) নতুন কর্মস্থলে বদলি করা হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দফতরের জারি করা প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

গত ১ অক্টোবর এই কর্মকর্তারা ওই পুলিশ কর্মকর্তারা এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পান। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সিলেটে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন, এসএমপির এসআই আলী আকবর ময়মনসিংহ রেঞ্জে, এসআই সাইদুর রহমান আরএমপি রাজশাহীতে, এসআই মো. হুমায়ূন কবির এপিবিএন-এ, জেলা পুলিশের এসআই মো. আবুল বশর চৌধুরীকে ডিএমপিতে, এসআই হায়দার আলীকে রংপুর রেঞ্জে, এসআই মো. মজির উদ্দিনকে এপিবিএন, এসএমপি’র এসআই প্রজেশ কান্তি রায় সিলেট রেঞ্জ পুলিশে, এসএমপির এসআই মো. হায়দার আলীকে এপিবিএন, আরআরএফ সিলেটের এসআই মো. আব্দুর রউফকে সিলেট রেঞ্জে, এসআই মো. শাহজাহান খান ও এসআই মো. গিয়াস উদ্দিনকে ডিএমপিতে, এসএমপির এসআই আজিজুল ইসলামকে ময়মনসিংহ রেঞ্জে, এসআই মো. সাইফুল ইসলাম চৌধুরীকে এসএমপিতে, এসআই মো. ফারুক মিয়াকে সিলেট রেঞ্জে, এসআই মো. আবু হেনা আতিকুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জে, এসআই মো. আজিজুর রহমানকে এসএমপিতে, সিলেট জেলা পুলিশের এসআই মো. ময়দর আলীকে ডিএমপিতে, এসআই মো. আলা উদ্দিনকে ডিএমপিতে, এসএমপির এসআই মো. মোফাজ্জুল হোসেন সরকারকে ঢাকা রেঞ্জে, এসআই অনিল কান্তি রুদ্রকে ঢাকা রেঞ্জে, এসআই মো. ওহিদ মিয়াকে ডিএমপিতে, এসআই মো. জুনেদ আহমদকে ডিএমপি, এসআই মো. রমিজ আলীকে সিলেট রেঞ্জে, এসআই এরশাদ উল আলম সরকারকে সিলেট রেঞ্জে, এসআই মো. আবুল হোসেনকে ডিএমপিতে, এসআই মো. আমিরুল ইসলামকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়।

একুশেনেট/এসএ