• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে এলডিপি নেতার উপর সন্ত্রাসী হামলা: প্রাণে হত্যার হুমকী

admin
প্রকাশিত অক্টোবর ২৭, ২০২০
বিয়ানীবাজারে এলডিপি নেতার উপর সন্ত্রাসী হামলা: প্রাণে হত্যার হুমকী

বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজারে এলডিপি নেতা মোহাম্মদ ফারুক আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২৬ অক্টোবর সোমবার বিকাল ৪টার দিকে বিয়ানীবাজার পৌরশহরের উপজেলা পয়েন্টে এই ঘটনাটি ঘটে। স্থানীয় আওয়ামী লীগের একটিদল এই ঘটনাটি ঘটিয়েছে। আহত মোহাম্মদ ফারুক আহমদ এলডিপি বিয়ানীবাজার উপজেলা শাখার প্রচার সম্পাদক ও পৌরসভার কসবা গ্রামের মৃত আব্দুল হান্নানের পুত্র। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পৌরশহরের একটি ক্লিনিকে প্রেরণ করেছেন।

জানা যায়, স্থানীয় আওয়ামী লীগের একদল নেতাকর্মীর সাথে এলডিপি নেতা মোহাম্মদ ফারুক আহমদের রাজনৈতিক পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন ২৬ অক্টোবর সোমবার বিকালে দলীয় কার্যালয়ে সভা শেষে বাড়ি ফিরছিলেন মোহাম্মদ ফারুক আহমদ। বিকাল ৪টার দিকে পৌরশহরের উপজেলা পয়েন্টে যাওয়ার পর বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ দিপু ও এবাদ আহমদের নেতৃত্বে কয়েক জনের একটিদল মোটর বাইকযোগে এসে তার পথরোধ করে। বাকবিতন্ডার একপর্যায় তারা মোহাম্মদ ফারুক উদ্দিনের উপর হামলা চালায়। তাকে ঘিরে ধরে কিল, লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং লাঠি দিয়ে বেদড়ক মারধর করে। প্রাণ বাঁচাতে মোহাম্মদ ফারুক আহমদ চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। লোকজন আসতে দেখে হামলাকারীরা হুমকী দিয়ে পালিয়ে যায়। পরে লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বিয়ানীবাজার পৌরশহরের আয়শা হক হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে ভর্তি আহত মোহাম্মদ ফারুক আহমদ বলেন, রাজনৈতিক পূর্ব বিরোধের জেরধরে আওয়ামী লীগের হারুনুর রশিদ দিপু, এবাদ আহমদ ও মইজ উদ্দিনসহ কয়েকজন পরিকল্পিত ভাবে আমার উপর হামলা চালিয়েছে। তারা আমাকে হুমকী দিয়ে গেছে, এলডিপির রাজনীতি না ছাড়লে আমাকে হত্যা করবে। তাই এখন আমি জীবনের নিরাপত্তা নিয়ে আতংকিত।