নিজস্ব প্রতিবেদক:: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, পুলিশ কমিউনিটি পুলিশকে আপন করে নিতে হবে। বর্তমানে পুলিশের সাথে কমিউনিটি পুলিশের যে সম্পর্ক রয়েছে তা আরো দৃঢ় করতে হবে। পুলিশের কর্মকর্তা যারা আছে তারা যদি কমিউনিটি পুলিশকে অঙ্গ হিসেবে বিবেচনা করেন তবে এটাই হবে আইনশৃঙ্খলা বজায় রাখার একটি উত্তম পন্থা।
মন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশকে নিচু ভাবা হলে চলবে না। আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাদের পুলিশের অঙ্গ ভাবতে হবে। কমিউনিটি পুলিশ মাঠে-ঘাটে, গ্রামে-গঞ্জে, পাড়ায় মহলায় কমিউনিটি পুলিশিং সেবা পৌছে গেছে। সেবা আরো বাড়িয়ে দিতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উপলক্ষে সিলেট জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ কমিশনার রফিকুল ইসলামের পরিচালনায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরো বলেন, দালালের মাধ্যমে কেউ বিদেশ যাবেন না। দালাল লোভ দেখিয়ে শত শত মানুষেকে নিঃস্ব করেছে। টাকা-পয়সা হাতিয়ে নিয়েছে। ধারাবাহিক ভাবে লিগ্যাল ভাবে বিদেশ যান। দালালদের পেলেই পুলিশে ধরিয়ে দিতে কমিউনিটি পুলিশের সবাইকে আহবান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ পিপিএম, এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র, এসএমপির পুলিশ কমিশনার নিশারুল আরিফ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক এ জেড এ মৌলা চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্টের প্রফেসর তাহমিনা ইসলাম প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302