• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

করোনাকালে মানবসেবায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পেলেন যুব সংগঠক নজরুল ইসলাম

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
করোনাকালে মানবসেবায় বিশেষ অবদানের জন্য পুরস্কার পেলেন যুব সংগঠক নজরুল ইসলাম

করোনা মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহণ করছেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত সফল আত্মকর্মী ও যুব সংগঠক মো. নজরুল ইসলাম।

একুশে নিউজ ডেস্ক:: মহামারি করোনা (কোভিড-১৯) মোকাবেলায় জীবনের ঝুঁকি নিয়ে মানবসেবায় বিশেষ অবদানের জন্য বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক পেয়েছেন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি, প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় যুব পুরস্কার-২০১৮ প্রাপ্ত সফল আত্মকর্মী ও যুব সংগঠক মো. নজরুল ইসলাম।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় সিলেট যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে তাকে এ সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা প্রশাসক এম. কাজি এমদাদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ ফরিদ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আলা উদ্দিন।