• ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে কালীঘাট যুব উন্নয়ন পরিষদের আলোচনা সভা

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০২০
বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসে কালীঘাট যুব উন্নয়ন পরিষদের আলোচনা সভা

একুশে নিউজ প্রতিবেদক:: বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ উপলক্ষ্যে কালীঘাট যুব উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে রবিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি শাহিদুল ইসলাম সাজুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তারেক আহমদের পরিচালনায় আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ। এসময় তিনি বলেন- আমরা স্বাধীন বাংলাদেশে নাগরিক বৈষম্য অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি। বাংলাদেশের সংবিধান দেশের সকল নাগরিকের সামাজিক ও আর্থিক বিকাশে সমান অধিকার প্রদান করেছে। উপরন্ত আমরা দল মত নির্বিশেষে যুব সমাজকে একটি সুন্দর প্লটফ্রমে এনে তাদেরকে সুশিক্ষিত প্রদান করবেন। এতে সবাই সামাজিক যুব সংগঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি যুব নৈতিক পদস্থালন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ধর্ষণ, খুন, মাদক ও ধর্ম অবমাননার মতো অপরাধে যুব সমাজের সংশ্লিষ্টতা কমাতে ইসলামী জীবনাদর্শের চর্চার আহবান জানান। সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি বলেন-দেশ ও মানবতার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আমরা যুব দিবস থেকে আমাদের জীবন পরিবর্তনের জন্য গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে। সুতরাং যুবকের সৃজনশীলতা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে রাজনীতির জন্য যুবকদের বন্ধ করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন কালঘিাটের ব্যাবসায়ী সাইফুল ইসলাম, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মনজিল আলী, উপস্থিত ছিলেন সহসভাপতি মামুন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আরাফাত সানি, সহ অর্থ সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক সজিব আহমদ, সহ দপ্তর সম্পাদক সুমন, ক্রীড়া সম্পাদক শিমুল আহমদ, সহ ক্রীড়া সম্পাদক ইমন আহমদ, আপ্যায়ন সম্পাদক সাকিনুর আহমদ, আইন সম্পাদক রুম্মান আহমদ, কার্যকরী কমিটির সদস্য মাইনু মিয়া, রিপন, রাহুল প্রমুখ