একুেশ নেট ডেস্ক:: জেলার সর্বত্র শিক্ষা সামগ্রী সুলভ মুল্যে বিক্রয় করাই আমাদের লক্ষ্য এই উদ্দেশ্যেকে সামনে রেখে সিলেট জেলার সর্বষÍরের সাধারণ পুস্তক ব্যবসায়ীদের সম্মিলিত সংগঠনক ‘অধিকার সচেতন পুস্তক ব্যবসায়ী সমিতি’ সিলেট জেলর আয়োজনে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সিলেট মহানগরীর বন্দরবাজারস্থ হাজী কুদরত উল্লাহ মার্কেটে ফয়েজিয়া লাইব্রেরীর স্বত্ত্বাধিকারী, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলার সাবেক সভাপতি মরহুম আলহাজ¦ মোঃ সিরাজুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও দোয়া মাহফিল সমিতির অস্থায়ী কার্যাললে এ অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের পূর্বে মরহুমকে স্মরণ করে আলোচনা সভা বন্ধু লাইব্রেরী এন্ড পাবলিকেশন্সের মাহবুবুল আলম মিলনের সভাপতিত্বে ও শাহজালাল লাইব্রেরী এন্ড ষ্টেশনারী উইথ গিফট কর্নারের মোহাম্মদ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নিউ নেশন লাইব্রেরীর মোঃ আনোয়ার রশিদ।
আলোচনায় আরো বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে মোঃ সালাহ উদ্দিন, ছোট ছেলে শফি উদ্দিন সাগর, ভাগনা মিজানুর রহমান শাওন, মোঃ সানি, মরহুমের সহোদর আখলিছুর রহমান। পুস্তক নেতৃবৃন্দদের মধ্য থেকে ইন্টারন্যাশনাল লাইব্রেরীর মোঃ খলিলুর রহমান খান, বাংলাবাজার লাইব্রেরীর (বালাগঞ্জ) দিগেশ দাশ, মোহাম্মদী লাইব্রেরীর মোঃ শহিদুর রহমান, বিসমিল্লাহ লাইব্রেরীর মোঃ হেলাল উদ্দিন মুন্সী, তাওসিফ লাইব্রেরীর আব্দুল ওয়াদুদ আজাদ, সামী লাইব্রেরীর মোঃ সাইফুল ইসলাম শিমুল, মেসার্স মাদার্স লাইব্রেরীর মোঃ মামুনুর রহমান মামুন, সালাউদ্দিন বই ঘর (বাংলাবাজার, ঢাকা) সিলেট প্রতিনিধি মকবুল হোসেন, বই বিলামের শামীম আহমদ, বই বিচিত্রা লাইব্রেরীর আবুল হোসেন, বসুন্ধরা লাইব্রেরীর (শাহপরাণ) হেলাল আহমদ ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রমজান আহমদ শাকিল।
দোয়াতে সিলেট জেলার যেসকল পুস্তক ব্যবসায়ীবৃন্দ পুস্তক ব্যবসা করে মৃত্যুবরণ করেছেন তাদেরকেও স্মরণ করা হয়। ন্যাশনাল লাইব্রেরীর আব্দুর রহমান, নিউ ন্যাশন লাইব্রেরীর আব্দুর রশিদ, প্রভিনসিয়াল লাইব্রেরীর আব্দুস সাত্তার, বুক সেন্টার লাইব্রেরীর আজিজুর রহমান, সিটি লাইব্রেরীর আব্দুল আজিজ মিন্টু, নিউ আদর্শ লাইব্রেরীর আব্দুর রাজ্জাক খান মিলন, ইসলামিয়া লাইব্রেরীর আতাউর রহমান, সিলেট লাইব্রেরীর নুরুল ইসলাম তালুকদার, জালালাবাদ বুক সেন্টারের আব্দুল মছব্বির, সুলভ বইঘরের আব্দুল মান্নান, রহমানীয়া লাইব্রেরীর আব্দুল ওয়াহিদ, ভাই ভাই লাইব্রেরীর আব্দুল খালিক, মাসুক লাইব্রেরীর মাসুক আহমদ, মুসলিম লাইব্রেরীর মুসলিম উদ্দিন, ফেরদৌস লাইব্রেরীর আব্দুল লতিফ ভুইয়া, ওহাব এন্ড সন্স এর আব্দুল ওহাব, পুথিঘর লাইব্রেরীর আলতাফ মিয়া, সুনালী লাইব্রেরীর মহররম আলী, মনোরম লাইব্রেরীর আব্দুর রহমান, বই একাডেমীর মনিরুল ইসলাম ও প্যারাগন লাইব্রেরীর আব্দুল খালিক মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শাহজালাল লাইব্রেরী এন্ড ষ্টেশনারী উইথ গিফট কর্নার’র (জিন্দাবাজার পয়েন্ট, সিলেট) মোহাম্মদ এহছানুল হক তাহের।