• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জ থেকে বিদেশী মদসহ যুবক গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
কোম্পানীগঞ্জ থেকে বিদেশী মদসহ যুবক গ্রেফতার

একুশে নিউজ প্রতিবেদক :: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

সোমবার রাত পৌনে ১২টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ এলাকার ইসলামপুর ইউনিয়ন থেকে মো.আফজাল হোসেন (২০) নামে যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো.শরীফুল ইসলাম এর নেতৃত্বে মেজর মো.শওকাতুল মোনায়েম অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত মো.আফজাল হোসেন (২০) কোম্পানীগঞ্জ থানার বালুচর গ্রামের মো.নজরুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এ, কে, এম, কামরুজ্জামান। তিনি জানান, জব্দকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।