একুশেনিউজ ডেস্ক:: সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক সফি আহমেদের সহযোগিতায় মানবিক টিম ও সোস্যাল কেয়ার অফ ন্যাশন এর আয়োজনে কুলাউড়ায় স্বেচ্ছায় ১০০ ব্যাগ রক্তদান করা হয়েছে।
পুলিশ সদস্য সফি আহমেদের জন্মদিন উপলক্ষ্যে সোমবার (২ নভেম্বর) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে কুলাউড়া থানার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে ১০০ জন মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এসময় ১২০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
পুলিশ সদস্য সফি বলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত হওয়ায় প্রতিদিনই কুলাউড়ার অনেক রোগী রক্তের প্রয়োজন নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে থাকেন। অনেকেই রক্তের জন্য যোগাযোগ করেন। কখনও কখনও রক্ত জোগাড় করে দিতে কষ্ট হয়।
মানুষের জীবন বাঁচাতে তাৎক্ষণিক রক্ত জোগাড় করার লক্ষ্যেই জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন গ্রুপের ১০০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছি। আরো ১২০ জনের রক্তের গ্রæপ নির্ণয় করা হয়েছে। যারা যেকোন সময় রক্ত দিতে প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, এখন থেকে প্রতি ৪ মাস পরপর কুলাউড়ায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রী রক্ত গ্রুপ নির্ণয়ের আয়োজন করা হবে।
সিলেট মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতায় ছিল সিলেট সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন, কুলাউড়া রক্তদান ও সমাজ কল্যান ফাউন্ডেশন, প্রত্যাশা সামাজিক সংগঠন কস্করপুর, কুলাউড়া, রক্তদান সামাজিক সংগঠন হিঙ্গাজিয়া (বৃহত্তর কুলাউড়া)।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302