• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে একদিনে করোনাক্রান্ত ২৫, সুস্থ ৪৭

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
সিলেটে একদিনে করোনাক্রান্ত ২৫, সুস্থ ৪৭

একুশে নিউজ প্রতিবেদক :: মৃত্যুহীন একদিনে সিলেট অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫জন। একই সময়ে সুস্থ হয়ে ৪৭ জন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের বুলেটিনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানা যায়, নতুন করে আক্রান্ত ২৫ জনের মধ্যে সিলেট জেলায় ১৭ জন ও সুনামগঞ্জে ১ জন মৌলভীবাজারে ও হবিগঞ্জে ২ করে আরও ৪ জন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

একই সময়ে সুস্থ হওয়া ৪৭ জনের মধ্যে ২৫ জনই সিলেট জেলায় বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ ৩ জন ও হবিগঞ্জ জেলায় ১৯ জন।

এনিয়ে সিলেট অঞ্চলে করোনাক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৭৫৮ জন। সিলেট জেলায় ৭ হাজার ৭২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪০৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৩১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ২৭১ জন ।

বর্তমানে সিলেট অঞ্চলে ৫১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু না হওয়ায় অপরিবর্তীত ২৩৩ জন রয়েছে।