• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে নারী-শিশুর নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময়

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০২০
সুনামগঞ্জে নারী-শিশুর নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময়

একুশে নিউজ ডেস্ক:: সুনামগঞ্জে নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং যৌন হয়রানীর প্রতিরোধে সুশিল সমাজ ও সেবা প্রদানকারী সংস্থাসমূহের মতবিনিময় সভা মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম বাবর, মাধ্যমিক শিক্ষা অফিসার অশোকরঞ্জন পুরকায়স্থ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ পেয়ার আহমেদ, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কেযার বাংলাদেশ ও ইসলামিক রিলিফফের প্রতিনিধি, ইউনিসেফ প্রতিনিধি মিঠুরঞ্জন, ইউএনডিপি প্রতিনিধি নজরুল ইসলাম, ওসিসির প্রোগ্রাম অফিসার সৈয়দা শাজনাজ মঞ্জর, ব্র্যাকের পক্ষের উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক এ কে আজাদ, ল’ অফিসার আবিদুর রহমান, সিলেট জেলা ব্যবস্থাপক (সিইপি) আব্দুল কায়েম, মাঠকর্মী আব্দুল হাকিম প্রমুখ।