• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

বড়লেখায় কলেজছাত্র সাইফুর হত্যা : ৫ দিনের রিমান্ডে তিন সহোদর

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
বড়লেখায় কলেজছাত্র সাইফুর হত্যা : ৫ দিনের রিমান্ডে তিন সহোদর

একুশে নিউজ প্রতিবেদক :: মৌলভীবাজারের বড়লেখায় কলেজ ছাত্র মো. সাইফুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার ৩ সহোদরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে তাদের বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমারের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের মো. আনছার আলীর ছেলে কামাল হোসেন (২০), জবলু হোসেন (২৪) ও বাবুল হোসেন (২৬)।

বড়লেখা থানার উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আতাউর রহমান তিন আসামির রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৬ অক্টোবর রাতে থানার পুলিশ বর্ণি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। ২৭ অক্টোবর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গত ৩১ জুলাই মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের বাড়ির কক্ষ থেকে সাইফুর রহমানের নিথর দেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার পর প্রচার করা হয়েছি সাইফুর সাপের ছোবলে মারা গেছেন। প্রায় ৩ মাস পর ২৬ অক্টোবর ময়নাতদন্তের প্রতিবেদনে পাওয়া গেছে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। এদিন নিহত সাইফুর রহমানের ছোট ভাই এমদাদুর রহমান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

সাইফুর রহমান বর্ণি ইউনিয়নের সৎপুর গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে।