• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনে মাধবপুরে বিক্ষোভ

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
মহানবী (সাঃ) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনে মাধবপুরে বিক্ষোভ

একুশে নিউজ প্রতিবেদক :: হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনীতে ফ্রান্সে হযরত মহানবী (সাঃ) কে ব্যঙ্গ চিত্র,প্রদর্শন ও কুটুক্তি করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

মঙ্গলবার(৩ নভেম্বর) উপজেলার চৌমুহনী বাজারের সাধারণ মুসল্লিগন একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন শেষে বটতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ২নং চৌমুহনী ইউনিয়ন শাখার উদ্দ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজহার উদ্দিন ভূইয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আপন মিয়া,সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা আসাদ আলী ডিগ্রী কলেজের প্রভাষক আব্বাস উদ্দিন মিজান,বিশিষ্ট সমাজ সেবক আনিছুল আবদাল শাহ লিটন,বাংলাদেশ জাতীয় পার্টির মাধবপুর উপজেলা শাখার আহব্বায়ক আক্তার হোসেন মনির,মাওলানা আফজালুর রহমান,ছাত্রনেতা লোকমান হোসেন প্রমুখ।