একুশে নিউজ ডেস্ক:: সর্বশেষ মেইন এবং অ্যারিজোনা রাজ্যের ফলাফলে বিজয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। মেইনের চারটি এবং অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল ভোটে বিজয়ী হয়ে বাইডেন এর এখনো পর্যন্ত সংগ্রহ ২৩৮ ইলেকটোরাল ভোট।
তবে এখনও ২১৩টি ইলেকটোরাল ভোট নিয়েই পড়ে আছেন রিপাবলিকান প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৪ নভেম্বর) সর্বশেষ মেইন ও অ্যারিজোনা রাজ্যের ফলাফল প্রকাশ করা হয়। দু’টিতেই বিজয়ী হন জো বাইডেন। এর পাশাপাশি নেভাদা রাজ্যেও এগিয়ে আছেন জো বাইডেন। তবে পেনসিলভানিয়া এবং জর্জিয়ায় এখনও এগিয়ে আছে ডোনাল্ড ট্রাম্প।
সমীকরণ ঠিকঠাক থাকলে উইসকনসিন এবং মিশিগান রাজ্য জয় করতে পারলে হোয়াইট হাউজের টিকিট পেয়ে যেতে পারেন জো বাইডেন।
এদিকে, ২১৩ ইলেকটোরাল ভোট নিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প বেশ ক্ষুব্ধ। এরই মধ্যে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নির্বাচনকে ‘জাতির সঙ্গে প্রতারণা’ বলে আখ্যায়িত করেছেন তিনি। প্রয়োজনে দেশটির সর্বোচ্চ আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302