• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

রবার্ট ফিস্কের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
রবার্ট ফিস্কের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

একুশে নিউজ ডেস্ক :: আয়ারল্যান্ডের সাংবাদিক ও কলামিস্ট রবার্ট ফিস্কের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষজ্ঞ রবার্ট ফিস্ক ছিলেন সত্য উদঘাটনে দৃঢ় প্রতিজ্ঞ।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপাচ্য বিষয়ে তার ধারণা খুব স্পষ্ট এবং এ বিষয়ে তার লেখা ছিল বস্তুনিষ্ঠ। তিনি এ এলাকার বাস্তবচিত্র তুলে ধরেছেন। রবার্ট ফিস্ক একজন প্রখ্যাত সাংবাদিক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

প্রবীণ এ সাংবাদিক ৭৪ বছর বয়সে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গত রবিবার মৃত্যুবরণ করেন।