• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে একদিনে করোনাক্রান্ত ২৬, সুস্থ ৬০ জন

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
সিলেটে একদিনে করোনাক্রান্ত ২৬, সুস্থ ৬০ জন

একুশে নিউজ প্রতিবেদক :: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৬০ জন। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৬ জন রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ১৯ জন ও সুনামগঞ্জে ১ জন। বিভাগের অন্য দুই জেলা মৌলভীবাজারে ১ জন ও হবিগঞ্জে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৬০ রোগীর ৫৭ জনই সিলেট জেলায় বাসিন্দা। এছাড়া বাকী তিনজন সুনামগঞ্জ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি।

সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৭৪৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪১০ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৩৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৪৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৩৩১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৩ জন।