একুশে নিউজ ডেস্ক:: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ হলেও এখনো কে জয় পেয়েছেন তা জানা যায়নি। ভোট গণনা ধীরে ধীরে চলছে, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এখনো এগিয়ে আছেন। শুক্রবার রাতে (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়) এক বক্তব্যে জো বাইডেন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করলেও বিজয়ের ঘোষণা দেননি।
ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে বাইডেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। তবে ভোটের ব্যবধান খুব বেশি নয়।
পেনসিলভানিয়ায় বাইডেন ২৮,৮৮৩ ভোটে এগিয়ে রয়েছেন। এই রাজ্যে জিতলে ২০টি ইলেকটোরাল ভোট জিতে নির্বাচনে জয় নিশ্চিত করবেন বাইডেন। অ্যারিজোনাতেও ব্যবধান একই ধরনের, সেখানে ২৯,৮৬১ ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন। নেভাডাতেও বাইডেন এগিয়ে রয়েছেন ২২,৬৫৭ ভোটে।
জর্জিয়াতে বাইডেন এগিয়ে থাকলেও অন্য রাজ্যগুলোর মত সেখানে ব্যবধান এত বেশি নয়। জর্জিয়ায় দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ৪,৩৯৫ ভোটের। তবে কর্মকর্তারা জানিয়েছেন জর্জিয়ায় ভোট পুনর্গননা করা হবে।
গণনা এখনও চলছে নর্থ ক্যারোলাইনায়। সেখানে ৯৫% ভোট গোনা শেষ, ট্রাম্প সেখানে ১.৪% ভোটে এগিয়ে আছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302