• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

সিরাজুল ইসলাম স্মরণে মোগলাবাজারে বিএনপির দোয়া মাহফিল

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
সিরাজুল ইসলাম স্মরণে মোগলাবাজারে বিএনপির দোয়া মাহফিল

একুশে নিউজ প্রতিবেদক :: সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক সদ্য প্রয়াত আলহাজ¦ সিরাজুল ইসলাম এর মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন। শুক্রবার বাদ আসর স্থানীয় মোগলাবাজার জামে মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাহফিলে আলহাজ্ব সিরাজুল ইসলামের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করার পাশাপাশিমরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা করে মোনাজাত করা হয়।

মাহফিলে জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও দক্ষিণ সুরমা উপজেলার বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব হাজী বাবুল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম হাজী তৈমুর খান বাদশাই, উপজেলার সাবেক সহ-সভাপতি মরহুম হাজী কনা মিয়া, উপজেলার সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুল হান্নান, সাবেক সহ-সভাপতি মরহুম মো: তুরু মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য ও কুচাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রহিম সহ উপজেলার প্রয়াত সকল নেতাকর্মীদের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক উপজেলা সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হাজী শাহাব উদ্দিন, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির আহŸায়ক হাজী নামর আলী, বিএনপি নেতা ময়নুল ইসলাম মঞ্জুর, শাহ আব্দুল মুকিত, আপ্তাব উদ্দিন, আব্দুল মুনিম সালেহ, ইসলাম উদ্দিন, আশিকুর রহমান আশিক, চান্দ আলী, ফয়েজুর রহমান বেলাল, ছুরাব আলী, জুনু মিয়া, ইসমাইল হোসেন, জানু মিয়া, জাহাঙ্গীর আলম লকুছ, আব্দুল মজিদ, মাহমুদুর রহমান বাবর, সুমন আহমদ আলাল, আক্কাস আলী, শিপন আহমদ, সজিব আহমদ, ফয়ছল আহমদ অপু, নিজাম উদ্দিন, হেলাল আহমদ, ছালাহ উদ্দিন, মনোহর আলী, সেবুল আহমদ ও আছাদ্দর আলী প্রমূখ।