• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে একদিনে করোনাক্রান্ত ৩৮, মৃত্যু ১

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
সিলেটে একদিনে করোনাক্রান্ত ৩৮, মৃত্যু ১

একুশে নিউজ প্রতিবেদক :: সিলেটে অঞ্চলে গত ২৪ ঘন্টায় আরও ৩৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।

রোববার (৮ নভেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের বুলেটিনের মাধ্যমে এ তথ্য জানা যায়।

নতুন করে করোনাক্রান্ত ৩৮ জনের মধ্যে সিলেটে ৩০, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ১ জন।

একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। তার মধ্যে ৩৫ জনই সিলেট জেলায় বাসিন্দা। আর দুজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।

এদিকে করোনায় সিলেট অঞ্চলে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৮৩৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪১৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৫১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮০৩জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৪৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৬ জন।