• ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ও ইউপি মেম্বার হাজী দুলাল মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন হয়।

মানববন্ধন শেষে শাওনর মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সদস্য খালেদ আহমেদ জজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পিয়ারা, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আব্দুর রউফ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোরশেদ আহমেদ, প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের নেতা মহিনুর রশিদ, ইউপি ছাত্রলীগ সভাপতি আমিন কামাল, ইমাদ মিয়া, অসিত সূত্রধর, মাসুক মিয়া, লোকমান প্রমুখ। এছাড়াও মানববন্ধনে ইউনিয়নের সর্বদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।