• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন নিহত রায়হানের স্বজনরা

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০
পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন নিহত রায়হানের স্বজনরা

নিজস্ব প্রতিবেদক :: সিলেট বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হানের স্বজনরা পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে যান রায়হানের পরিবারের কয়েকজন সদস্য ও স্থানীয় মুরুব্বি।

এসময় তারা রায়হান হত্যা মামলার বিষয়ে সর্বশেষ অবস্থা তুলে ধরেন।

পরে রায়হান হত্যার সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞা বলে তাদের জানান পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রায়হানের চাচা মইনুল ইসলাম কুদ্দুস, ভগ্নিপতি মোফাজ্জেল আলী, মামাত ভাই শওকত আলী, সিসিকের কাউন্সিলর মুখলেছুর রহমান কামরান এবং ব্যারিস্টার ফয়েজ আহমেদ।

এছাড়াও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন।