• ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি আটক ২

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০
শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি আটক ২

একুশে নিউজ প্রতিবেদক :: মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের আমানতপুর গ্রামের শ্রীমঙ্গল সেন্ট্রাল রোড এর ব্যবসায়ি মো.সিরাজ মিয়ার বাড়িতে দুর্র্ধষ ডাকাতি হয়েছে। সোমবার (৮ নভেম্বর) দিনগত রাতে ডাকাতি এঘটনা ঘটে।

সিরাজ মিয়া জানান, অস্ত্রসহ মুখোশ পরা ৪ জনের একটি ডাকাত দল তার বাড়ির গ্রিল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।
এ সময় ঘরে থাকা, স্বর্ণালঙ্কার, নগদ ৫লক্ষ টাকা, মোবাইল সেট ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনর্চাজ আব্দুছ ছালেক বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল চলে যায়। রাতে অভিযান চালিয়ে লছনা এলকাতে থেকে দুই জন ডাকাত আটক করেছি এবং তাদের নিকট হইতে আমরা নগদ ১২হাজার পেয়েছি।