• ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা সাহেদের মুক্তি লাভ: কারাফটক ও ফেঞ্চুগঞ্জে সংবর্ধনা

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
বিএনপি নেতা সাহেদের মুক্তি লাভ: কারাফটক ও ফেঞ্চুগঞ্জে সংবর্ধনা

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন সাহেদ মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেছেন।

মুক্তি লাভের পর কারামুক্ত সাহেদকে কারাফটক ও ফেঞ্চুগঞ্জে পৃথক সংবর্ধনা প্রদান করা হয়।

কারাফটকে সংবর্ধনায় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমরান উদ্দিন, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমদ জিলু, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উত্তর কুশিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও স্বেচ্ছাসেবক দলনেতা রাশেদুল হাসান খালেদ, ২৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফয়ছল আহমদ, উপজেলা বিএনপির নেতা নজরুল ইসলাম মেম্বার, জামাল আহমদ, জাহাঙ্গীর হোসেন, শিপন পাটোয়ারী, কামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিটু, জেলা ছাত্রদলের সাবেক সদস্য জাহেদ আহমদ, সাবেক ফেঞ্চুগঞ্জ ছাত্রদল নেতা আব্দুল হাই সিরাজ প্রমুখ।

এদিকে কারামুক্ত বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন সাহেদ ফেঞ্চুগঞ্জে পৌছলে কুশিয়ারা ব্রীজের সম্মুখ থেকে দলীয় নেতাকর্মীরা তাকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ তার বাড়িতে নিয়ে যায় এবং সংবর্ধনা প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা

বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া, হাকিম উদ্দিন কয়ছর, জামাল আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল কাওছার আহমদ টিটু, জাহাঙ্গীর হোসেন, মনিরুজ্জামান চৌধুরী রাসেল, হানু মিয়া, আল মামুন, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক টুটুল আহমদ, রাজেল আহমদ, ওলিদ আহমদ সেন্টু, হোসাইন আহমদ, শেখ মামুন, শুভ আহমদ প্রমুখ।