• ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

রায়হান হত্যা: ৭ দিনের রিমান্ডে আকবর

admin
প্রকাশিত নভেম্বর ১০, ২০২০
রায়হান হত্যা: ৭ দিনের রিমান্ডে আকবর

নিজস্ব প্রতিবেদক :: বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান আহমদ হত্যার প্রধান অভিযুক্ত গ্রেপ্তারকৃত আকবর হোসেন ভূইয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন জানান, রায়হান হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য আমরা আদালতের কাছে ৭ দিনের রিমান্ড চাই। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বেলা দেড়টার দিকে আকবরকে আদালতে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কঠোর নিরাপত্তার বেষ্টনির মধ্য দিয়েই আকবরকে আদালতে নেওয়া হয়।

গতকাল সোমবার জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করেছে।