একুশেনিউজ ডেস্ক:
দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি (গাংগু) গ্রামে সাংস্কৃতিক কর্মী মোছাঃ ইয়াসমিন আক্তারের বাড়িতে হামলা চালিয়েছে মৌলবাদী সন্ত্রাসীরা। দীর্ঘদিন এলাকা থেকে পলাতক থাকার পর মোছাঃ ইয়াসমিন আক্তারের পিতা মোঃ লিয়াকত আলী ও মাতা মোঃ সাহারা বেগম নিজ বসত বাড়িতে ফিরলে এই খবর স্হানীয় মৌলবাদীরা শুনে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৭ ঘটিকার সময় দলবদ্ধ হয়ে মৌলবাদীরা হামলা চালায়।
এতে ইয়াসমিন আক্তারের পিতা ও মাতা গুরুতর আহত হন। আশপাশের স্হানীয় কয়েকজন লোকজন এসে তাদেরকে উদ্ধার করে স্হানীয় সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।হাসপাতালে গিয়ে আমাদের সংবাদকর্মী হামলার বিষয়ে তাদের নিকটবর্তী এক আত্মীয়ের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই হামলা পরিকল্পিত, আওয়ামিলীগ নেতা হাবিব হোসেন মোল্লা চেয়ারম্যান ও তার ছেলে জাহাঙ্গীর আলম এর উস্কানিতে স্হানীয় মৌলবাদীরা এই হামলা চালিয়েছে।
তিনি আরো বলেন তাহার ছেলে জাহাঙ্গীর আলম এর অনৈতিক কর্মকান্ডের শিকার হয়ে মোছাঃ ইয়াসমিন আক্তার ও তার শিশু সন্তান জীবন রক্ষার জন্য আজ দেশ পলাতক আছে। হামলার বিষয়ে মৌলবাদী নেতা মাওলানা আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এই পরিবারকে দীর্ঘদিন আগে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে কারণ তাদের মেয়ে একজন বৈসশা চরিত্রহীন সে একটি পিতৃহীন জারজ সন্তান জন্ম দিয়েছে।
ইসলামিক বিধান অনুযায়ী তাকে পাথর মেরে হত্যা করার আইন আছে।
উল্লেখ্য, মোছাঃ ইয়াসমিন আক্তার অত্র ইউনিয়নের চেয়ারম্যান হাবিব হোসেন মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম এর সাথে প্রেমের প্রলোভনে অনৈতিক সম্পর্কে জড়িত হয়ে বিগত ২৬ মে ২০১৮ ইংরেজী তারিখে একটি ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু এই সন্তানের জন্মদাতা হিসাবে জাহাঙ্গীর আলম অসীকৃতি জানান। পরে তৌহিদী জনতা ও মৌলবাদীরা মোছা: ইয়াসমিন আক্তার ও তাহার পরিবারকে হামলা ও নির্যাতন করে এলাকা থেকে বিতাড়িত করে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302