• ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

মহানবী (সাঃ)’র অবমাননার ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুচাইয়ে বিক্ষোভ সমাবেশ

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
মহানবী (সাঃ)’র অবমাননার ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুচাইয়ে বিক্ষোভ সমাবেশ

একুশে নিউজ প্রতিবেদক :: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নে মাদারিসে কাওমিয়া ও ইউনিয়নের তৌহিদি জনতার উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা সিরাজ উদ্দিন আহমদ চত্তরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জামেয়া ইসলামিয়া বরায়া শ্রীরামপুর মাদরাসার মুহতামিম মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও মাওলানা ফয়েজ আহমদ শাহরুক, মাওলানা শিব্বিব আহমদ ও মাওলানা আলী আকবরের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- মিফতাহুল কুরআন মুক্তিরচক মাদরাসার মুহতামিম মাওলানা মুহিবুর রহমান, জামেয়া মজিদিয়া কুচাই মাদরাসার মুহতামিম মাওলানা সাদেক আহমদ, নাযিমে তালীমাত শ্রীরামপুর মাদরাসার মাওলানা নুরুল হক, জামেয়া শ্রীরামপুর মাদরাসার মাওলানা ইয়াসিন আহমদ, দক্ষিণ সুলতানপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল আহমদ, পশ্চিমভাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওলিউর রহমান, বায়তুল মুয়াজ্জেম জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সামছুল ইসলাম, পূর্ব শ্রীরামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান, শেখপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মকবুল হোসেন, দক্ষিণ শ্রীরামপুর নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আল আমিন, আবু বক্কর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাহেদ আহমদ, দক্ষিণ কুশিঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ, কুচাই মাঝপাড়া পাঞ্জেখানা জামে মসজিদের ইমাম মাওলানা কলিমুল্লাহ, ছন্দান আলী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল কাদির হিরন, পশ্চিমভাগ পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আলাউদ্দিন, পশ্চিমভাগ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা ওয়াসকুরুনি, সারপিং জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুস ছোবহান আব্বাসী, শ্রীরামপুর পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা হামিদ উল্লাহ, আদর্শ মাদরাসা শ্রীরামপুর পূর্ব পাড়ার পরিচালক মাওলানা আবুল হাসান প্রমুখ।