• ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ : বাসদ

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যর্থ : বাসদ

একুশে নিউজ প্রতিবেদক: চাল, ডাল, পেয়াজসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। শুক্রবার (১৩নভেম্বর) বিকাল ৩টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে চৌহাট্ট গিয়ে শেষ হয়। বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য এডভোকেট মঈনুর রহমান মগনু, জেলা সদস্য পাপ্পু চন্দ, শ্রমিক ফ্রন্টের সন্দিপ রঞ্জন নায়েক, চা শ্রমিক ফেডারেশনের রতœা বসাক, মহিলা ফোরামের শেফালি দাশ, ছাত্র ফ্রন্টের সনজয় শর্মা, প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, নারী নির্যাতন, বিনাবিচারে মানুষ হত্যা, শ্রমিক ছাঁটাই, দুর্নীতি, লুটপাট, সন্ত্রাস, সাম্প্রদায়িকতায় মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। অন্যদিকে চাল, পেয়াজ, ডাল সহ নিত্যপণ্যের লাগামহীন উর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্ভিষহ হয়ে উঠছে। ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতাশীল সরকার সিন্ডিকেট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। সরকার নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ।
বক্তারা অবিলম্বে চাল, পেয়াজ, তেল, ডালসহ নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানান।