• ২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

admin
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২০
পররাষ্ট্র প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

একুশে নিউজ ডেস্ক :: রাজশাহীর বাঘা-চারঘাট আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন তার রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম।

জানা যায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বুধবার জ্বর, সর্দি, কাশি নিয়ে ঢাকার একটি হাসপাতালে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে করোনায় আক্রান্তের রিপোর্ট পজিটিভ আসে।

এরপর থেকে নিজ বাড়িতে আছেন তিনি। তার জন্য দোয়া চেয়েছেন হাজারও দলীয় নেতাকর্মী। এছাড়া প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলামও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।