• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

বাছিরগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০
বাছিরগঞ্জ বাজারে ভয়াবহ আগুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর ইউপির সুতাং বাছিরগঞ্জ বাজারে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। শনিবার রাত পৌনে ১১টায় এ ঘটনা ঘটে।

আগুনে একটি লেপ-তোষকের দোকান, দুটি কনফেকশনারির দোকান ও একটি আইসক্রিম ফ্যাক্টরির আংশিক পুড়ে গেছে। প্রাথমিকভাবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আব্দুল মালেক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।