একুশে নিউজ প্রতিবেদক :: সিলেটে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে এই অঞ্চলে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়ে গেছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২২ জন রোগী শনাক্ত করা হয়েছে। এ সময়ে সুস্থ হয়েছেন আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি বলে জানা গেছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোানা বিষয়ক দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে আক্রান্ত ২২ জনের মধ্যে সিলেট জেলার ১৭ জন, সুনামগঞ্জে ১ জন, হবিগঞ্জে ৩ জন এবং মৌলভীবাজার জেলায় ১ জন রয়েছেন।
এদিকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ১৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৮ হাজার ৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৪৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৬৯ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৮১২ জন রয়েছেন।
করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৩৮ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৭৫ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন রয়েছেন।
সিলেট বিভাগে ১২ হাজার ৮৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭ হাজার ২৫৪ জন, সুনামগঞ্জের ২ হাজার ৩৭৩ জন, হবিগঞ্জের ১ হাজার ৫৫০ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৭০২ জন। এদিকে গত ২৪ ঘন্টায় ২৬ জনকে নতুন করে সুস্থ ঘোষণা করা হয়েছে।
করোনা আক্রান্ত ৬০ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৫৩ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩ জন ও হবিগঞ্জের হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302