একুশে নিউজ প্রতিবেদক :: মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে সোনার পাড়া থেকে মরিয়ম আক্তার মুন্নী (২৯) নামের এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা।
আটককৃত নারী শাহী ঈদগাহ ভ্যালি সিটির বেদানা হাউসের আজহারুল ইসলাম মুমিনের স্ত্রী।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের ওই নারী মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটক মুন্নী শাহপরান এলাকায় নিষিদ্ধ মাদক ইয়াবা বিক্রি ও সেবনের ‘আস্তানা’ গড়ে তুলেছিলেন। শুধু এখানেই নয়, শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে এবং আশ্রিতার ছদ্মবেশে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলেন।
মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত একটি টিম শনিবার সকাল ৭টার দিকে নগরীর সোনারপাড়া থেকে তাকে আটক করে। আটক মুন্নী শাহপরাণ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আহমেদ পেয়ারের নেতৃত্বে এসআই সৌমেন দাস, এসআই শামীম উদ্দিন, এএসআই আমির হোসেন আমু, এএসআই ইমদাদুল হক আটক অভিযানে অংশ নেন।
শনিবার রাতে তার বিরুদ্ধে শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১২।