• ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেট নগরী থেকে এক মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০
সিলেট নগরী থেকে এক মাদক ব্যবসায়ী আটক

একুশে নিউজ প্রতিবেদক :: র‌্যাব ৯-এর অভিযানে সিলেট মহানগরীর এয়ারপোর্ট এলাকা থেকে চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

র‌্যাব জানায়, শনিবার (১৪ নভেম্বর ) সন্ধ্যায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি দল অভিযান চালিয়ে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগানের পাশ থেকে মো. শাহীন মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৯২ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করে। শাহীন সুনামগঞ্জ সদর থানার বড়পাড়া গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।

সে সিলেট নগরীর আখালিয়া এলাকায় আলমগীরের বাড়িতে ভাড়াটিয়া থাকতো।

জব্দকৃত চোলাই মদসহ শাহীনকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।