• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের ১০ নেতা

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২০

সারওয়ার জাহান সুমন:: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আমির নির্বাচিত হয়েছেন জুনায়েদ বাবুনগরী। মহাসচিব নির্বাচিত হয়েছেন ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির নূর হোসাইন কাসেমী।

রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় আয়োজিত সম্মেলনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে সিলেটে ১০ নেতা স্থান পেয়েছেন। তারা হলেন, উপদেষ্টা-আল্লামা শায়খ যিয়া উদ্দীন আঙ্গুরা, মুফতী রশিদুর রহমান ফারুক বরুনা, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, আল্লামা মুহিব্বুল হক্ব গাছবাড়ি, আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, অধ্যাপক আহমদ আব্দুল কাদের, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, সহ আন্তর্জাতিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ, মাওলানা আব্দুল কাদের সালেহ, মাওলানা গোলাম কিবরিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ তাফহিমুল হক হবিগঞ্জী, নির্বাহী সদস্য মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও মাওলানা জামিল আহমদ আনসারী।

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী।