একুশে নিউজ প্রতিবেদক :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে নগরীর শাহপরাণ থানা এলাকায় একটি বেকারীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্রমান আদালত। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯-এর মিডিয়া অফিসার ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয় অপরিচ্ছন্ন, মেয়াদ উত্তীর্ন এবং ভেজাল খাদ্য দ্রব্য রাখার অপরাধে ভ্রাম্রমান আদালত ‘পুষ্টিফুড’ বেকারীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পরকায়স্থ।
জরিমানা কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে।